ডেটলাইন দুর্গাপুরঃ বিগত বছরগুলির মতো এবছরও দুর্গাপুরের সগড়ভাঙ্গা ঘোষ মার্কেট দোকানদার কল্যাণ সমিতি এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোমবার এই শিবিরে ৬ জন মহিলাসহ মোট ২৬ জন রক্তদান করেছেন। জানা গেছে, এখানে ৪ জন প্রথমবার রক্তদান করলেন। রক্তদান আন্দোলনের বরিষ্ঠ সংগঠক সৌমেন চক্রবর্তীও এদিন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ করবী কুন্ডু, বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক কবি ঘোষ, সমাজসেবী উদয় চ্যাটার্জি, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির পক্ষে সুদীপ দাস,নিশীথ বরণ দাস প্রমূখ। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে রাজেশ পালিত এবং সগড়ভাঙ্গা ঘোষ মার্কেট দোকানদার কল্যাণ সমিতির পক্ষে আনন্দ আশ ও বুধন ঘোষ সকল রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...