ডেট লাইন দুর্গাপুর: সমাজসেবী সংস্থা স্বপ্ন উড়ান – এর প্রথম বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কোক ওভেন থানার এস বি মোড়ে এই পুজোর উদ্বোধন করতে এসে তাঁর বক্তব্যে তিনি সমাজসেবী সংস্থা স্বপ্ন উড়ান – এর কাজকর্মের প্রশংসা করেন। তিনি বলেন, করোনা সময়ে রাজ্য সরকারের পাশা পাশি এই সংস্থা সাধারণ মানুষের পাশে থেকে উল্লেখযোগ্য কাজ করেছে। ৪ নং বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জির নেতৃত্বে এই সমাজসেবী সংস্থা বেশ কবছর ধরেই দুর্গাপুরে কাজ করছে। বক্তব্যে তিনি চন্দ্রশেখর কে নিজের ভাই বলে সম্বোধন করে জানান, মানুষের সেবায় এই সংস্থার কাজে তিনি সঙ্গে থাকবেন।
এই অনুষ্ঠানে কোভিড যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় এবং দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। শুভেন্দু ছাড়াও এখানে ছিলেন গৌড়িয় মঠের মহারাজ, মাড়োয়ারি যুব মঞ্চের সদস্যরা, ব্রাহ্ম ন ট্রাস্টের কর্ম কর্তারা।