ডেটলাইন ওয়েব ডেস্কঃ বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে পুজোর আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে ২০ শতাংশ টিউশন ফি কমাতে হবে এবং ২০২০–২১ অর্থবর্ষে স্কুলের ফি বাড়ানো যাবে না। এই বিষয়টি মেনে নিতে না পেরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্যের ১৯টি বেসরকারি স্কুল। তাদের আবেদন ছিল, এই রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়ে হাইকোর্টের রায়কেই মান্যতা দিল। প্রসঙ্গত,কোভিড মহামারী আবহে বেসরকারি স্কুলগুলির টিউশন ফি সহ অন্যান্য ফি নিয়ে দুর্গাপুরসহ রাজ্যের প্রায় সর্বত্রই প্রতিবাদ ও বিক্ষোভে সামিল হতে দেখা গেছে অভিভাবকদের। অভিভাবকদের একাধিক সংগঠনের পক্ষে আদালতে মামলাও করা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুজোর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি সঞ্জীব ব্যানার্জী এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে ২০২০ –২১ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলিকে তাদের টিউশন ফি ২০ শতাংশ কমাতে এবং আদালতের ওই নির্দেশে আরও জানানো হয়েছিল নন–অ্যাকাডেমিক ফি অর্থাৎ পঠনপাঠন ছাড়া ল্যাবরেটরি চার্জ, ক্রীড়া সহ যে অন্যান্য বিষয়ের জন্য ফি নেয় স্কুলগুলি, সেই সব কিছু ফি মকুব করতে হবে। স্কুলের শিক্ষক এবং কর্মচারীদের বেতন বৃদ্ধিও হবে না এই শিক্ষাবর্ষে। স্কুলগুলি পাঁচ শতাংশের বেশি লাভ রাখতে পারবে না। এবিষয়ে হাইকোর্ট তিন সদস্যের একটি কমিটি গড়ে দেয়। কমিটির একজন সদস্য হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিলক বসু। বাকি দুই সদস্যদের মধ্যে থাকবেন সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপাল এবং মামলাকারীদের আইনজীবী। আর্থিকভাবে দুর্বল অভিভাবকদের পরিস্থিতি বিবেচনা করে তাঁদের সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। বলা বাহুল্য,সুপ্রিম কোর্টের এদিনের রায়ে অভিভাবক মহল খুশিই হয়েছে।