বস্তিবাসী শিশুদের সঙ্গে নিয়ে ব্যবসায়ী কন্যার জন্মদিন পালন

0
1005

ডেটলাইন দুর্গাপুরঃ এই করোনাকালে আমাদের স্বাভাবিক জীবন ছন্দে এক ব্যাপক পরিবর্তন এসেছে। যার প্রভাব পড়েছে আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্মেও। কিন্তু তার মধ্যেও কিছু মানুষের মধ্যে একটু অন্য রকম ভাবনা চিন্তা দেখা যায়। যেমন দেখা গেল দুর্গাপুরের বেনাচিতি এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী পিন্টু শাহ এর ক্ষেত্রে। তাঁর সাত বছরের কন্যা প্রকিতির আজ জন্মদিন ছিল। অন্যান্য বছরে বাড়িতে মেয়ের বন্ধু ও প্রতিবেশীদের নিয়ে ধূমধামের সঙ্গে বার্থডে পার্টির আয়োজন করা হলেও এবার তার ব্যতিক্রম হল। পিন্টুবাবুর ইচ্ছা ছিল এবার মেয়ের জন্মদিন একটু অন্যভাবে পালন করবেন। সেই মতো তিনি চলে আসেন দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত  বস্তি এলাকা মহানন্দ পল্লিতে। এই এলাকার গরীব পরিবারের শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটান তারা এবং এখানকার শিশুদের হাতে তুলে দেন স্কুলের ব্যাগ,পড়াশোনার অন্যান্য সামগ্রী, চকলেট ইত্যাদি। পিন্টুবাবু জানান, আমি চেয়ে ছিলাম মেয়ের জন্মদিনের আনন্দ এবার সবার সঙ্গে ভাগ করে নিতে। তাই এই সব শিশুদের সঙ্গে এই দিনটি কাটাতে খুব খুশি হলাম আমরা। প্রকিতির জন্মদিনটি এভাবে পালন করার জন্য মহানন্দ পল্লির শিশুদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সকলেই মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানে অংশ নেয়। এদিনের এই জন্মদিনের পুরো আয়োজনে সহযোগিতা করেন স্থানিয় যুবক মনোজ পাল। তিনিও এই রকম এক অন্য ধরনের জন্মদিনের অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here