শহরের জনককে শ্রদ্ধার্ঘ্য দুর্গাপুরবাসীর

0
1030

ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের রুপকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রথিতযশা চিকিৎসক ডা.বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি সারা রাজ্যের সঙ্গে তাঁর মানসকন্যা দুর্গাপুরেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হল। শহরের বিভিন্ন জায়গাতেই নানা কর্মসূচীর মাধ্যমে শহরের জনককে শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষ্যে ইস্পাতনগরীর এজোন এলাকার অশোক এভিনিউতে বিধানচন্দ্র রায়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে এই অবিস্মরণীয় ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে ১লা জুলাই দিনটিকে একাধিক কর্মসূচীর মাধ্যমে পালন করে আসছে ইস্পাতনগরী ডা.বিধানচন্দ্র রায় ফাউন্ডেশন। এদিন ডঃ বিধান চন্দ্র রায় স্মৃতি রক্ষা কমিটি উদ্যোগে ৩১ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৫০ জন মহিলা রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মহানাগরিক অপূর্ব মুখার্জী, বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী, মেয়র পারিষদ রাখী তেওয়ারী,অঙ্কিতা চৌধুরী,অমিতাভ বন্দ্যোপাধ্যায়, পুরসভার চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল, কাউন্সিলার দেবব্রত সাঁই, সিপুল সাহা,মনি দাশগুপ্ত,বর্ণালী দাস, সমাজকর্মী নয়ন মালাকার প্রমূখ। এদিন দুর্গাপুর গ্যারেজ মোড় এলাকায় ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম জানিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীদের মধ্যে মাস্ক বিতরন করেন বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী। উল্লেখ্য, এদিনই দুর্গাপুর ইস্পাত হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের জন্য প্রথমবার স্বেচ্ছা রক্তদানের আয়োজন করা হয়েছিল। এখানে ২ জন মহিলাসহ ২০ জন রক্তদান করেছেন বলে জানিয়েছেন দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্সের ফোরামের সম্পাদক কবি ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here