ডেটলাইন দুর্গাপুরঃ “এসো রক্তের বন্ধন গড়ে তুলি”-এই স্লোগানকে সামনে রেখে প্রয়াত সুলেখা ঘোষ স্মরণে দুর্গাপুরের আবাসন পল্লী উন্নয়ন সমিতি উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় এই বছর তারা সপ্তম বর্ষে পদার্পণ করলো। এই দিনের রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় আবাসন পল্লীর দুর্গা মন্দির প্রাঙ্গণে। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ এই শিবিরের শুভ সূচনা করেন। এই দিনের শিবিরে মোট ৩৫ জন রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর সহঃ সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ভলান্টারী ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের রাজ্য কাউন্সিল সদস্য রাজেশ পালিত নিজ রক্তদান করেন এবং উপস্থিত সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।