দুর্গাপুর মহকুমা মহিলা তৃণমূলের উদ্যোগে মহিলা সদস্যদের স্বেচ্ছা রক্তদান

0
843

ডেটলাইন দুর্গাপুরঃ করোনা মোকাবিলায় চলছে টানা লক ডাউন। যার জেরে বিভিন্ন জায়গায় স্বেচ্ছা রক্তদানের শিবিরগুলি একেবারেই বন্ধ। ফলে সরকারী ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব চলছে। সেই অভাব দূর করতে লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে স্বেচ্ছা রক্তদানের আয়োজন করা চলছে। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামএর পক্ষ থেকে এই ধরনের শিবিরগুলি পরিচালনা করা হচ্ছে এবং বিভিন্ন উদ্যোক্তাদেরও তারা সহযোগিতা করে চলেছে। যেমন এদিন দেখা গেল দুর্গাপুর মহকুমা মহিলা তৃণমূল  কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালব্লাড ব্যাংকে আয়োজিত হলো মহিলাদের এক স্বেচ্ছা রক্তদান  শিবির। শিবিরের নামকরণ করা হয়েছিলকুর্ণিশ। শিবিরে ১৪ জন মহিলা রক্তদান করেছেন।এদিনের এক উল্লেখ্য ঘটনা হল মানবিকতার টানে রোজা ভেঙে রক্তদান করেন আমিনা বেগম । দুর্গাপুর নগরনিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি, কাউন্সিলার অসীমা চক্রবর্তী এবং দুর্গাপুর  মহকুমা মহিলা  তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী মিনতি দি’র উপস্থিতিতে এদিন তৃষা ভট্টাচার্য (২১) ও সোমা ব্যানার্জির(২৩) রক্তদানের মধ্য দিয়ে  শিবিরের সূচনা হয়। এখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক ইনচার্য ডাঃ করবী কুন্ডু, প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি, ৪ নং বরো  চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, রাজ্যের রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠক  রাজেশ পালিত  প্রমূখ। শিবির শেষে দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর যুগ্ম সম্পাদিকা সুলতা দাস আয়োজকসংগঠনের হাতে শংসাপত্র এবং শুভেচ্ছা স্মারক তুলেদেন। উদ্যোক্তাদের পক্ষে বলা হয়েছে, রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে  প্রকাশিত সর্বশেষ সার্কুলার মেনেই রক্তদান  শিবির আয়োজন করা হয়েছে। ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল শাখার সম্পাদক কবি ঘোষ সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানান এই প্রতিকূল পরিস্থিতিতে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here