ডেটলাইন দুর্গাপুরঃ সমাজ, অর্থনীতি, ও রাজনীতি সংক্রান্ত মার্ক্সের তত্ত্বসমূহ মার্ক্সবাদ নামে পরিচিত। মার্ক্সের মতে, শ্রেণী সংগ্রামের ভিতর দিয়ে মানব সমাজগুলো বিবর্তিত হচ্ছে। পুঁজিবাদী ব্যবস্থায় এই সংগ্রামের প্রকাশ ঘটে শাসক শ্রেণী (যারা একইসাথে রাষ্ট্র, ও কলকারখানা নিয়ন্ত্রণ করে) এবং শ্রমজীবী শ্রেণী (যাদের জীবিকার একমাত্র উপায় পুঁজিপতির কারখানায় নুন্যতম মজুরির বিনিময়ে শ্রম বেঁচা), তাদের মাঝে। মার্ক্স এর মতে, যে উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত হয়ে শ্রমিক শ্রেণি যে পরিমাণ নতুন মূল্যের সৃষ্টি করে তার ভগ্নাংশই মাত্র তারা মজুরি বাবদ পান, উদ্বৃত্ত সিংহভাগ অংশ পুঁজির মালিকগণ আত্মসাৎ করে ফেলেন। তাঁর সেই আদর্শকে সামনে রেখে এদেশে বিশেষ করে বাংলায় দীর্ঘকাল শাসন ক্ষমতায় ছিল বামপন্থীরা। সেই দার্শনিক ও চিন্তাবিদ কার্ল মার্ক্সের আজ জন্মদিবস উপলক্ষে এদিন ইস্পাতনগরীর আশীষ জব্বর ভবনে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিল সি.পি.আই.(এম), দুর্গাপুর ইস্পাত ১ নম্বর এরিয়া কমিটি। ২ জন মহিলা সহ মোট ২১ জন রক্তদান করেছেন। কমবয়সী ছাত্র বিশাল পাল (১৮) এবং ছাত্রী অনুস্কা দে(২০) এই প্রথমবার রক্ত দিলেন। বেশী বয়সী প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদ এম.এইচ.বারো ভুঁইয়া(৫৫) এদিন রক্তদান করেছেন। বাম বিধায়ক সন্তোষ দেব রায় শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিশ্বরূপ ব্যানার্জি, পঙ্কজ রায় সরকার, নির্মল ভট্টাচার্য, দীপক ঘোষ প্রমূখ। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা শিবির পরিচালনায় সহায়তা করেছে। রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেছেন। এদিন প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে লকডাউন সময়কালে ভীড়হীন ছোট ছোট শিবির করার উপর ওপর জোর দেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। প্রত্যেক রক্তদাতা মাস্ক পরে, নির্দিষ্ট দূরত্বের নিয়ম মেনে,হাত ধুয়ে, স্যানিটাইজার লাগিয়ে এবং প্রতিটি রক্তদাতাদের জন্য আলাদা আলাদা বিছানার চাদর ব্যবহার করে শিবির করা হয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক ইনচার্জ ডাঃ করবী কুন্ডু ও ফেডারেশন অফ ভলান্টারী ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের রাজ্য কাউন্সিল সদস্য রাজেশ পালিত এবং রাজ্যের রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠক আয়োজক সংগঠনের সম্পাদক দীপক ঘোষের হাতে শংসাপত্র তুলে দেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই কঠিন সময়ে রক্ত দিতে এগিয়ে আসা সকল রক্তদাতা,স্বেচ্ছাসেবকবৃন্দ ও আয়োজক সংগঠনকে,মেডিকেল টীমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।