ডেটলাইন দুর্গাপুরঃ করোনা মোকাবিলায় চলছে লক ডাউন। রাজ্যের সমস্ত মহকুমা ও জেলা হাসপাতালে করোনা আক্রান্তদের এবং সন্দেহজনক রোগীদের চিকিৎসা ও তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই পরিকাঠামো গড়ে তোলা ও চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়ে পড়েছে। এই অবiস্থায় মুখ্যমন্ত্রী শুধুমাত্র করোনা মোকাবিলার কারনে একটি বিশেষ তহবিল গঠন করেছেন। সকলকেই তাদের সাধ্য মতো সেই তহবিলে আর্থিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যক্তি, সংস্থা, ক্লাব থেকে এই বিশেষ তহবিলে দান করা শুরু হয়েছে। এদিন দুর্গাপুরের সাগরভাঙা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকেও ১০ হাজার ১ টাকার একটি চেক ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে দান করা হল। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের হাতে এই চেক তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট উদয় চ্যাটার্জী ও সম্পাদক দয়াময় রায়, মিলন ঘোষ এবং ক্লাবের অন্য কয়েকজন সদস্য।