লক ডাউনে বন্ধ কাজ,অসহায় পরিবারগুলির পাশে আলাপ ক্লাব

0
943

ডেটলাইন দুর্গাপুরঃ মহামারী করোনার জেরে নাজেহাল সারা বিশ্ব। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আমাদের দেশেও করোনা ভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ভয়াবহ এই রোগ মোকাবিলায় দেশ জুড়ে লক ডাউন চলতে থাকায় সব কিছু যেন স্তব্ধ হয়ে গেছে। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কোথাও কোন কাজ কর্ম না চলায় দিন মজুর, ঠিকা শ্রমিক, রিকসা ও ভ্যান চালকদের মত মানুষ গুলি একেবারেই অসহায় অবস্থায় পড়ে গেছেন। রোজগার না থাকায় তাদের বাড়িতে খাবার দাবার কেনাকাটাও সমস্যা হয়ে উঠেছে। এদিন এমনই কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়াল দুর্গাপুর স্টেশন সংলগ্ন আলাপ ক্লাবের সদস্যরা। এদিন তারা নিজেদের ক্লাব প্রাঙ্গনে এলাকার শতাধিক গরীব পরিবারগুলির হাতে চাল,ডাল সহ কিছু খাদ্য সামগ্রী তুলে দিল। ক্লাবের পক্ষে সৌরভ আইচ জানান, চরম প্রতিকূল এই পরিস্থিতির শিকার হয়ে পড়া এই ধরনের অসহায় পরিবারগুলির পাশে তারা আগামী দিনেও তাদের সাধ্য মতো থাকতে চান। তাদের এই কাজেও যে সব সহৃদয় মানুষ সাহায্য করেছেন ক্লাবের পক্ষ থেকে তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। এদিন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জীও। এছাড়াও এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here