অসহায় দুঃস্থ শতাধিক পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিল দুর্গাপুরের কিছু যুবক

0
1596

ডেটলাইন দুর্গাপুরঃ করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। একদিকে বিশ্বের তাবড় বিজ্ঞানী ও গবেষকরা রাত দিন এক করে করোনার প্রতিষেধক বের করার আপ্রান চেষ্টা চালাচ্ছেন আর অন্যদিকে নিজেদের জীবনের তোয়াক্কা না করে আক্রান্ত মানুষদের সেবা ও চিকিৎসা করে চলেছেন ডাক্তার-নার্সরা। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষের প্রান কেড়ে নিয়েছে করোনা। ভারতেও মৃত্যুর ঘটনা বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে তাই দেশ জুড়ে লক ডাউন ঘোষণা করা হয়েছে। সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় মানুষের স্বাভাবিক জনজীবন একেবারেই স্তব্ধ হয়ে পড়েছে। এই প্রতিকূল অবস্থায় রাজ্যের আরও অনেক জায়গার সঙ্গে শহর দুর্গাপুরেও অনেক গরীব পরিবার রয়েছে যারা রীতিমতো গভীর সমস্যার মধ্যে পড়েছে। তাদের রোজগার বন্ধ তাই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই এবার সেই সব এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াল শহরের কিছু যুবক। না কোন স্বেচ্ছাসেবী সংস্থা নয়। শুধু মাত্র দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য ছুটে যান কোক ওভেন থানার অন্তর্গত শ্যামপুর,পূর্বাচল,আশীষ নগর, বিরভান পুর সহ বিভিন্ন জায়গার ও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত একদল যুবক। দেশ জুড়ে লক ডাউনের জন্য বহু পরিবারের কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাদের প্রায় না খাওয়ার মতো অবস্থায় পরতে হয়েছে। সেকথা ভেবেই এই সব দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে কিছু খাদ্য সমগ্রী চাল, ডাল, শাকসবজি ছাড়াও সাবান বিতরণ করেন এরা। নব দিগন্ত কলোনি, সাগরভাঙ্গা ও রায়ডাঙা এই সমস্ত এলাকায় ঘুরে ঘুরে প্রায় ৩০০ টি পরিবারের বাড়িতে এই সব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান এই যুবক দলের পক্ষে রানা বালি। তিনি জানান, এই প্রতিকূল অবস্থাতে যাতে অসহায় মানুষদের কিছু সহযোগিতা করা যায় তার বন্ধুরা মিলে সেই চিন্তাভাবনা করেছে। আগামী দিনেও তারা তাদের সাধ্য ও সামর্থ মতো এই ধরনের কাজ চালিয়ে যাবে বলে তিনি জানান। তাদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here