করোনার অভিশাপ,ভাড়া ঘর থেকে বিতাড়িত অভুক্ত পরিবারের পাশে বিশ্বনাথ

0
767

ডেটলাইন দুর্গাপুরঃ হায় করোনা। যার জেরে আপাতত প্রায় ছারখার স্বাভাবিক জনজীবন। বহু দিন মজুর , পরিচারক, পরিচারিকা, ঠিকা কর্মীদের অবস্থা খুবই করুন। কাজ কর্ম নেই বলে অনেক বাড়ির মালিক গরীব ভাড়াটিয়াদের বের করে দিয়েছে। সেই সব হতো দরিদ্র মানুষগুলি এখন আশ্রয়হীন। তাদের খাবারও জুটছে না। ভাড়া ঘর থেকে বিতাড়িত হয়ে স্টেশন,বাস স্ট্যান্ড এর মত জায়গায় তারা আশ্রয় নিয়েছে। কিন্তু খাবার জুটছে না। এমনই একটি গরীব পরিবার দুর্গাপুরের বাঁকুড়া মোড় এলাকায় থাকত। রাস্তায় কাগজ,প্লাস্টিক বোতল কুড়িয়ে কোনমতে সংসার চালায় দিলবর শেখ। বিবি শেফালী লোকের বাড়ি কাজ করে।কিন্তু লক ডাউনের জেরে এখন বাবুদের বাড়ি কাজে যাওয়া বন্ধ। বন্ধ রাস্তায় রাস্তায় ঘুরে কাগজও কুড়ানো। তাই নেই রোজগারও। এই অবস্থায় কদিন ভাত জোটেনি পরিবারের বাচ্ছা মেয়েটি সহ কারোরই। কদিন জল মুড়ি খেয়েই কাটাতে হয়েছে তাদের। অবশেষে এদের কথা জানতে পেরে এগিয়ে আসেন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল। তিনি এই পরিবারকে খাওয়ানোর ব্যবস্থা করেন। যত দিন না অবস্থা স্বাভাবিক হচ্ছে ততদিন এই পরিবারকে খাওয়ানোর দায়িত্ত্ব তিনি বহন করবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়,এই ধরনের সমস্যায় থাকা মানুষদের পাশে তিনি থাকবেন বলেও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here