করোনা প্রতিরোধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাস্ক বিতরণ

0
829

ডেটলাইন দুর্গাপুরঃ বিশ্ব জুড়ে মৃত্যুদূত হিসেবে দেখা দিয়েছে করোনা ভাইরাস। চীন থেকে সেই ভাইরাস ইতালী, আমেরিকা সহ আরও অনেক দেশের সঙ্গে আমাদের দেশেও থাবা বসিয়েছে। এই প্রেক্ষিতে দুর্গাপুরেও সতর্কতা শুরু হয়েছে। করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে বাজারে এখন স্যানেটাইজার ও মাস্ক এর ব্যাপক চাহিদা বেড়েছে। এই অবস্থায় এদিন দুর্গাপুর নগর নিগমের ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং ৩ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে কোকোভেন কলোনির প্রজেক্ট বয়েজ হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে জলের বোতল এর পাশাপাশি প্রতিষেধক হিসেবে করোনা মাস্ক বিতরণ করলেন। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “আতঙ্কের পরিবেশ থেকে বেরিয়ে এসে সর্তকতা অবলম্বনকেই গুরুত্ব দিতে হবে”৷ প্রসঙ্গত, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী গত সপ্তাহের রায়ডাঙ্গার একটি রক্তদান শিবিরে এসে বরো এলাকা ও দুর্গাপুরের ছাত্রযুব নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের ভূয়শী প্রশংসা করেছিলেন এবং ছাত্র-যুবদের পাশে নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। এদিন এই কর্মসূচীর মাধ্যমে সেই পথেই হাঁটলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here