ডেটলাইন দুর্গাপুরঃ চারিদিকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক আর উদ্বেগের মধ্যেই মানুষের জীবনের এক পরম সম্পদ চোখ নিয়ে সাধারনের মধ্যে সচেতনতার লক্ষ্যে এক অন্য ধরনের পদযাত্রায় সামিল হলেন বহু মানুষ ও বিশিষ্ট ব্যক্তিরা। এই পদযাত্রা আলোক যাত্রা নামে প্রতি বছর করে থাকে দুর্গাপুর ব্লাইন্ড রিলিভ সোসাইটি। কেউ জন্ম থেকেই দৃষ্টিহীন আবার অনেকে দুর্ঘটনা জনিত নানা কারনে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু মৃত মানুষের চোখ পাওয়া গেলে সেই সব অন্ধ মানুষদের আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া যায়। সেই লক্ষ্যেই কাজ করে চলেছে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি। মৃত্যুর পর চোখ দানের জন্য এবং দৃষ্টিহীন মানুষকে আলো দেখানোর অঙ্গীকার নিয়ে এবং সেই সঙ্গে বর্তমানের এক বিভীষিকা করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে আজ ৪৩ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লি মোড় থেকে শ্যামপুর বাজারের রাজীব গান্ধী স্ট্যাচু পর্যন্ত এই অলোক যাত্রা হয়। এখানে সবার সঙ্গে পায়ে পা মেলান ৪নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী, দুর্গাপুর ব্লাইন্ড রিলিভ সোসাইটির সদস্যবৃন্দ এবং ৪৩নং ওয়ার্ডের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি। মরণোত্তর চক্ষুদান বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ‘ আজই আসুন,চক্ষু দান করুন’এই স্লোগানকে সামনে রেখে এই অলোক যাত্রা হয়।