দুর্গাপুরের রায়ডাঙ্গায় স্বেচ্ছা রক্তদান শিবিরে বিপুল উৎসাহ

0
1098

ডেটলাইন দুর্গাপুরঃ রক্তদান এক মহান দান। মানুষের রক্তের কোনো বিকল্প হয় না। কারন নানা অসুখের কারনেই মানুষের রক্তের প্রয়োজন হয়। কোন দুর্ঘটনায় আহত ব্যক্তির শরীর থেকে যখন প্রচুর রক্ত বের হয়ে যায় তখন সেই রোগীকে সুস্থ করে তোলার জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয়। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন প্রতিদিনই হাজার হাজার মূমূর্ষ রোগীদের জন্যও রক্তের দরকার হয়। আসলে মানুষের শরীরে যেহেতু মানুষেরই রক্ত লাগে তাই আমাদের সমাজে স্বেচ্ছায় রক্তদানের প্রতি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রয়োজনীয় রক্ত মজুত রাখার জন্য সারা বছর বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় স্বেচ্ছা রক্তদান শিবির। এবার গরম পড়ার আগেই এই মহান উদ্যোগ নিতে দেখা গেল দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা কালচারাল অর্গানাইজেশন ক্লাবকে। এদিন তাদের উদ্যোগে এবং দুর্গাপুর সাব-ডিভিশনাল ভলান্টারী ব্লাড ডোনার্স -এর পরিচালনায় এখানে এক স্বেচ্ছা রক্তদান শিবির হয়ে গেল। এখানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তিনি এই ধরনের সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারন মানুষের মধ্যে স্বেচ্ছা রক্তদানের  বিষয়টি এই ধরনের উদ্যোগের মাধ্যমেই আরও প্রচার ও প্রসার হবে। এছাড়াও ছিলেন ৪৩নং ওয়ার্ড পুরপিতা তথা ৪নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর সহঃ সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ভলান্টারী ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের রাজ্য কাউন্সিল সদস্য রাজেশ পালিত সকল রক্তদাতা কে শুভেচ্ছা জানান। এদিন শিবিরে ২৫ জন রক্তদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here