এবারই প্রথম রায়ডাঙ্গায় লাগল বসন্তের ছোঁয়া

0
1846

ডেটলাইন দুর্গাপুরঃ ‘পিন্দারে পলাশের বন…. পলাবো পলাবো মন’..। বীরভূমের বেটি সারেগামার পৌশালী ব্যানার্জীর দৌলতে বাংলার পুরোনো এই লোকসঙ্গীত আবার যেন নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে। সেই গানটা চলবে আর কেউ নাচবে না তাই কখনো হয়? প্রতি বছর এই দিনটি অতি জাঁকজমকের সাথে পালিত হয় বসন্ত বরণ উৎসব। এটি যেন বাঙালির প্রাণের উৎসব।এ দিনটিতে প্রকৃতির সাথে সাথে বাসন্তি সাজে সেজে ওঠে এই বাংলার মানুষেরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বসন্ত উৎসবের প্রচলন করেন। আর সেই উৎসবকে মূলধন করেই সারা দেশ জুড়ে পাড়ায় পাড়ায় চলে বসন্ত উৎসবের আয়োজন। তেমনি এক অনুষ্ঠান হয়ে গেল দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তরগত রায়ডাঙ্গায়, এই এলাকায় এবারই প্রথমবারের জন্য বসন্ত উৎসব পালিত হল। বর্ণালী চক্রবর্তীর উদ্যোগ ও পরিচালনায় এলাকার কচিকাঁচাদের নিয়ে সকালে মনোজ্ঞ প্রভাতফেরী বের হয়, যা রায়ডাঙ্গার অধিবাসীদের মধ্যে বসন্ত উৎসবের আমেজ এনে দেয়। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। সব মিলিয়ে এই প্রথম বসন্ত উৎসবের ফাগুন হাওয়ায় যেনো ভেসে গেলো রায়ডাঙ্গার বাসিন্দারা। যা আগামী বছরে আরও বড়ো করে আয়োজন করার অনুপ্রেরণা দিল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here