ডেটলাইন দুর্গাপুরঃ মূমূর্ষ মানুষকে বাঁচাতে যে স্বেচ্ছায় রক্তদান একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে তা বোঝা গেল এক দম্পতির বিয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে স্বেচ্ছা রক্তদান শিবের আয়োজন থেকে।গতকাল ৫ মার্চ ছিল সুমন আর মৌসুমী চ্যাটার্জি’র ২৫ তম বিবাহ বার্ষিকী। সুমন চ্যাটার্জি দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী আর মৌসুমী চ্যাটার্জি ডিপিএল হাসপাতালের নার্স। ২কন্যা সহ সপরিবারে ডিপিএল কলোনির ডিএন -২৭০ নং আবাসনে বসবাস করেন। দাম্পত্য জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষে নিজেদের কোয়ার্টারের সামনে প্যান্ডেল করে সাড়ম্বরে পালিত হল এক মহতী রক্তদান শিবির।৪জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেছেন। সুমন আর মৌসুমী চ্যাটার্জি দুজনেই রক্তদান করেছেন। রক্তদাতাদের মধ্যে ওদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের নজর কাড়া উপস্থিতি ছিল। শিবির পরিচালনায় ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। বিশিষ্ট চিকিৎসক ডাঃ দিলীপ মন্ডল, ক্রীড়া সংগঠক স্বস্তিকা ব্যানার্জি, রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠক রাজেশ পালিত, অরবিন্দ মাজি ও জয়ন্ত দাস উপস্থিত ছিলেন। ফেডারেশন অফ ব্লাড ডোনার অরগানাইজেশানস অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক কবি ঘোষ এই দৃষ্টান্তমূলক ভালোবাসার রক্তদান শিবিরের সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবী এবং মেডিকেল টীমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।