পরীক্ষার্থীদের সাহস ও উৎসাহ দিতে ছাত্রছাত্রীদের ফুল ও পেন উপহার পুলিশ কর্তাদের

0
1248

ডেটলাইন দুর্গাপুরঃ প্রতিটি ছাত্রছাত্রীর জীবনেই এক বিশেষ মূহুর্ত হল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। কারন এটাই হল ছাত্রজীবনের প্রথম বড় কোন পরীক্ষা। তাই স্বাভাবিকভাবেই এই পরীক্ষা ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ থাকে। পাশাপাশি তাদের অভিভাবকদের মধ্যেও থাকে যথেষ্ঠ মানসিক চাপ। তবু সেসব কাটিয়ে সব পরীক্ষার্থীরাই শেষ পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা দিল। এদিন সকাল থেকেই বিভিন্ন স্কুলে নিরাপত্তার জন্য পৌঁছে যায় পুলিশকর্মীরা। এরপর এক এক করে ছাত্রছাত্রীরা আসতে শুরু করে। আর তারা যাতে কোনভাবে ভয় না পায় সেই লক্ষ্যে তাদের সাহস ও উৎসাহ দিতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ফুল ও পেন। এমনই দেখা গেল দুর্গাপুরের নডিহা হাই স্কুলে। এখানে মুচিপাড়া ট্রাফিক গার্ডের ওসি ইলাল হোসেন, দুর্গাপুর ট্রাফিকের এসিপি শাশ্বতী সামন্ত হাসিমুখে ছাত্রছাত্রীদের হাতে পেন ও ফুল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান।ডিসি(পূর্ব) অভিষেক গুপ্তা এদিন ভিড়িঙ্গির গার্লস হাই স্কুলসহ বেনাচিতির কয়েকটি স্কুলে উপস্থিত হয়ে পেন ও ফুল দিয়ে মাধ্যমিক ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান। এছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর নন্দন মণ্ডল এবং দুর্গাপুর থানার আধিকারিক রাজশেখর মুখোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here