ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার লক্ষ্যে বিজ্ঞান বৃত্তি চালু হল। আর এই অভিনব উদ্যোগ নিয়েছেন সম্পর্কে দুই শিক্ষক ভাই কাজী গোলাম মহম্মদ সিদ্দিকী ও কাজী ফজলুর রহমান সিদ্দিকী। শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় তাঁরা দেখেছেন, অনেক দুঃস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রী আর্থিক কারনে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। তাদের আর উচ্চ শিক্ষায় এগোনো হয় না। তাই তাদের কথা ভেবেই এই বৃত্তি দানের উদ্যোগ নিয়েছেন দুই শিক্ষক। কাজী গোলাম মহম্মদ সিদ্দিকী দীর্ঘ বছর ভিড়িঙ্গি টি এন স্কুলে শিক্ষকতা করেছেন। আর আরেক ভাই ফজলুর রহমান ছিলেন বেনাচিতি হাই স্কুলে। দুজনেই জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন। নিজেদের বিজ্ঞান মনস্কতাকে সর্বদাই চেষ্টা করেছেন ছাত্রদের মধ্যেও প্রবেশ করাতে। সেকারনেই স্কুলের মধ্যেই গোলাম সিদ্দিকী গড়ে তুলেছিলেন একটি জীব বিজ্ঞানের সংগ্রহশালা।এছাড়াও মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় ছোটোদের মধ্য বিজ্ঞান চেতনা জাগিয়ে তোলার লক্ষ্যে তাঁরা তাদের জীব বিজ্ঞানের সংগ্রহ নিয়ে প্রদর্শণীও করেন। এবার ভিড়িঙ্গি টি এন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দুই শিক্ষক ভাই নিজেদের মা বাবার নামে বৃত্তির ১০ হাজার করে ২০ হাজার টাকা স্কুল পরিচালন সমিতির সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। মাধ্যমিক পরীক্ষায় স্কুলের যে ছাত্র বা ছাত্রী জীবন বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পাবে তাকে ‘কনিজ খায়রুন্নেসা সিদ্দিকী’ বৃত্তির ১০ হাজার টাকা দেওয়া হবে। আর স্কুলের যে ছাত্রী উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাবে তাকে দেওয়া হবে ‘আবুল হাসেম সিদ্দিকী’ বৃত্তির ১০ হাজার টাকা।