ডেটলাইন দুর্গাপুরঃ টানা কদিন কুয়াশায় ঢেকে থাকলেও মঙ্গলবার রোদ ওঠায় মনে হয়েছিল বুধবার বড়দিনও রোদ ঝলমলে থাকবে। কিন্তু তার বদলে সকাল থেকেই কুয়াশায় মুখ ঢেকেছে শহর। কিন্তু তাই বলে তো বড়দিনের উৎসব থেমে থাকতে পারে না। থেমে থাকেও নি। কুয়াশার মধ্যেই উৎসবমুখি মানুষ দু চাকা চার চাকা নিয়ে বের হয়ে পড়েছেন শহরের মধ্যে ও শহর থেকে দূরের পিকনিক স্পটগুলিতে। দেউল, রণডিহা থেকে দুর্গাপুরের নাচন ড্যাম,দামোদর ব্যারেজ, হুচুক ডাঙা সর্বত্রই পিকনিকে মেতে উঠেছে ছোট থেকে বড় সবাই। বড়দিন উপলক্ষে সকাল থেকেই ভিড় জমে শহরের প্রান কেন্দ্র সিটি সেন্টারে। দুর্গাপুরের অন্যতম বড় চার্চ সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চ এখানেই। বিভিন্ন মূর্তির মাধ্যমে প্রভু যীশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছেএখানে। বড়দিনের মূল অনুষ্ঠান এখানেই হয় তাই ভিড়ও এই এলাকায় সবচেয়ে বেশি। চার্চ ছাড়াও এখানকার একটি পার্ক ও শপিং মলেও প্রচুর উৎসবমুখি মানুষ ভিড় করেছেন। বড়দিন উপলক্ষ্যে চার্চের পাশাপাশি বিভিন্ন হোটেল,রেস্টুরেন্ট ও শপিং মলগুলিও রঙিন আলোয় সেজে উঠেছে। কুয়াশায় ঢাকা শহরও তাই রঙিন আলোয় ঝলমল করে উঠেছে। বড়দিনে শহরের রাস্তায় মানুষের ঢল সামলাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।