ফেসবুকে সুরক্ষিত থাকবে আপনার প্রোফাইল পিকচার

0
4663

ডেটলাইন ওয়েব ডেস্কঃ ফেসবুকে প্রোফাইল পিকচার আপডেড করার ইচ্ছা সকলেরই। কিন্তু অনেকেই প্রোফাইলে নিজের ছবি দিতে ভয় পান। অন্য কেউ যদি ছবি ডাউনলোড করে নেয় সেই ভয়ে অনেকেই ফেসবুকে ডিপিই দেননা। এই সমস্ত সমস্যার উপশমে কড়া ব্যবস্থা নিয়েছে মার্ক জুকেরবার্গের ফেসবুক। দীর্ঘ গবেষণার পর ফেসবুক শুধুমাত্র প্রোফাইল পিকচারের জন্য নিয়ে এসেছে এক নতুন পরিষেবা। এই নতুন পরিষেবা অনুযায়ী নিজের প্রোফাইল পিকচারের ওপর আরও নিয়ন্ত্রণ বাড়বে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের। প্রোফাইল পিকচারকে সুরক্ষিত উপায়ে এবং নিজের পছন্দের মত ব্যবহার করতে অত্যাধুনিক টুল নিয়ে এসেছে ফেসবুক। এই টুল ব্যবহার করে নিজের প্রোফাইল পিকচারকে ‘সেফ গার্ড’ করতে পারবে ফেসবুক উপভোক্তারা।
এই বিষয়ে ভাবনা চিন্তার পর ফেসবুকের তরফে প্রোফাইল পিকচারকে আরও বেশি করে প্রোটেক্ট করার চেষ্টা করা হয়। এই প্রচেষ্টার ফলে এখন থেকে কেউই আর অন্যের প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারবে না, শেয়ার করতে পারবে না, ফেসবুক ম্যাসেজেও পাঠাতে পারবে না। এমনকি ফ্রেন্ড লিস্টে নেই এমন কাউকে আর প্রোফাইল পিকচারে ট্যাগও করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here