উৎসবের বাংলায় এবার জগদ্ধাত্রী পুজো

0
1349

ডেটলাইন ওয়েব ডেস্কঃ কথায় আছে বাংলায় বারো মাসে তেরো পার্বণ। তবে আশ্বিন ও কার্তিক মাসেই বাংলা বাস্তবিকই উৎসব মুখর হয়ে ওঠে। কারন,এই সময়ই যে বাংলার সেরা উংসব দুর্গাপুজো হয়। তারপরেই আসে কালীপুজো। তার রেশ থাকতে থাকতেই দেবী জগদ্ধাত্রীর পুজো অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর ঠিক একমাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে। জগদ্ধাত্রী পুজোর নিয়ম একটু আলাদা। দুটি প্রথায় এই পূজা হয়ে থাকে। কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপুজোর ধাঁচেই জগদ্ধাত্রী পুজো করে। আবার কেউ কেউ নবমীর দিনই তিন বার পুজোর আয়োজন করে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো সম্পন্ন করেন। এই পুজো অনেক প্রথাই দুর্গাপুজোর মতোই। কৃষ্ণনগর থেকে জগদ্ধাত্রী পুজো ক্রমশ বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে চন্দননগর। এখানকার জগদ্ধাত্রী পুজো দেখতে বাংলার বাইরে এমনকি বিদেশ থেকেও দর্শকরা আসেন। আবার বীরভূমের তারাপীঠের জগদ্ধাত্রী পুজোর বিশেষ এক ঐতিহ্য রয়েছে। একই অঙ্গে লীন হয়ে আছেন সকল দেবী। যিনি তারা, তিনিই জগদ্ধাত্রী। এই উপলব্ধি থেকে তারা অঙ্গেই মাতৃ আরাধনার আয়োজন হয়ে আসছে তারাপীঠে। তারাপীঠের জগদ্ধাত্রী পুজো অন্যরকম। মাতৃ সাধনার ক্ষেত্র তারাপীঠ। এখানে তাই মা তারাকেই জগদ্ধাত্রী রূপে কল্পনা করে আরাধনার আয়োজন করা হয়। দীর্ঘকাল ধরে তারা মূর্তিকে সামনে রেখেই কালী, দুর্গা, জগদ্ধাত্রী, সরস্বতী-সহ সকল দেবীর অর্চনা করা হয়ে থাকে। দেবী জগদ্ধাত্রীর আরাধনাতেও মা তারাকেই সাজিয়ে তোলা হয় ডাকের সাজে। তারা অঙ্গেই পূজিতা হন জগদ্ধাত্রী। এছাড়াও বাংলার প্রায় সব শহরেই কম বেশী জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। আসানসোল ও দুর্গাপুর জুড়েও বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। পুজো উপলক্ষ্যে একাধিক জায়গায় নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচী যেমন পালন করা হয় তেমনই পুজো ঘিরে দেখা যায় মেলা বসতেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here