এবার ফাস্ট ট্যাগ কার্ডে টোল ট্যাক্স

0
1210

ডেটলাইন ওয়েব ডেস্কঃ আগামী ১ ডিসেম্বর থেকে দেশের সব টোল প্লাজায় শুরু হচ্ছে নগদহীন টোল ট্যাক্স দেওয়ার নিয়ম। তার জন্য বিশেষ অনলাইন ব্যবস্থা নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ট্যাক্স আদায়ের জন্য জাতীয় সড়কে যে সব টোল প্লাজা রয়েছে সেগুলিতে প্রায় সারাদিনই লম্বা লাইন দিয়ে ট্যাক্স দিতে হয় গাড়ি চালকদের। এতে যেমন সময় নষ্ট হয় তেমনই জ্যামেরও সৃষ্টি হয়। এবার আর  জাতীয় সড়কগুলির টোল প্লাজায় দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকতে হবে না গাড়ি চালকদের। ১ ডিসেম্বর থেকে টোল প্লাজাগুলিতে শুরু হয়ে যাবে নগদহীন টোল ট্যাক্স দেওয়া ৷ ফাস্ট ট্যাগ কার্ডের মাধ্যমে এবার থেকে টোল ট্যাক্স দেওয়ার কাজ শুরু হবে ৷ এই পরিষেবার জন্য গাড়িতেও চিপ বসানোর কাজ চলছে ৷ টোল প্লাজা গুলিতে যানজট, শব্দদূষণ কমাতে ও টোল প্লাজার আর্থিক দুর্নীতি বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here