ডেটলাইন ওয়েব ডেস্কঃ ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বাঙালি অর্থনীতিবিদ অর্মত্য সেন। তার ঠিক ২১ বছর বাদে ফের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন আরও এক বাঙালি- অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ,অর্মত্য সেনের পর অভিজিৎ বিনায়কবন্দ্যোপাধ্যায়। বিশ্বজুড়ে দারিদ্র দূরীকরণ সংক্রান্ত কাজের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হল৷ অভিজিৎ ছাড়াও তাঁর স্ত্রী এস্থার ডুফলো এই পুরস্কার পেয়েছেন ৷ পাশাপাশি মাইকেল ক্রেমারও নোবেল পেয়েছেন অর্থনীতিতে ৷ বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণের জন্য বিরল গবেষণা করার পুরস্কার পাচ্ছেন এই তিন অর্থনীতিবিদ।১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারী কলকাতায় জন্মগ্রহণ করেন অভিজিৎ। বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান। মা নির্মল দেবী ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতার অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক। বাবা ও মা দু’জনেই অর্থনীতির মানুষ হওয়ায় ছোটবেলা থেকেই এই বিষয়ের প্রতি আকর্ষণ ছিল অভিজিৎবাবুরও। সাউথ পয়েন্ট স্কুলে প্রাথমিক পড়াশোনার পর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন৷ ১৯৮৩ সালে সেখানে অর্থনীতিতে স্নাতক হন তিনি৷ এরপর স্নাতকোত্তর পড়াশোনার জন্য চলে যান দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৮ সালে হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি শেষ করেন৷ তাঁর গবেষণার বিষয় ছিল – “এসেস ইন ইনফরমেশন ইকোনোমিক্স “৷
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...