ডেটলাইন দুর্গাপুরঃ হিমোফিলিয়া রোগে আক্রান্তদের পুজো দেখালো হিমোফিলিয়া সোসাইটির দুর্গাপুর শাখা। মহাষষ্ঠীর দিন সকালে বাসে করে এই বিশেষ ধরনের রোগে আক্রান্ত ছেলেমেয়েদের সঙ্গে তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও দুর্গাপুরের নাম করা বেশ কয়েকটি পুজো মন্ডপে দর্শণ করানোর ব্যবস্থা করা হয়েছিল। এদিন এই কর্মসূচীর শুভ সূচনা করেন সিটি সেন্টার পুলিশ ফাঁড়ীর আধিকারিক অনির্বাণ মন্ডল।
পুজো মন্ডপগুলি পরিদর্শণের পর তাদের সিটি সেন্টারের নামী হোটেলে মধ্যাহ্ন ভোজন করানো হয়। হিমোফিলিয়া এক কঠিন রোগ। তাই তাদের সারা বছরের একঘেয়েমিতা থেকে কিছুটা সরিয়ে বাংলার সেরা উৎসবে সামিল করানোর লক্ষ্যেই এই প্রচেষ্টা বলে জানান ওমেনস অ্যান্ড ইউথ গ্রুপ অফ হিমোফিলিয়া সোসাইটির দুর্গাপুর শাখার সদস্যরা।