ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে শহর দুর্গাপুরের বেশ কিছু এলাকায় সম্প্রতি ছেলেধরা বা অন্য কোন কারনে কেবল মাত্র সন্দেহের জেরে গণপিটুনির ঘটনা বেড়ে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই অমানবিক ঘটনা প্রতিরোধে আইন করা হলেও দেখা যাচ্ছে স্রেফ সন্দেহ করেই কিছু মানুষ আইন নিজেদের হাতে তুলে নিয়ে সন্দেহজনক ব্যক্তিকে প্রহার করছে।
এই ধরনের ঘটনা প্রতিরোধে এবং আইন যাতে কেউ নিজের হাতে তুলে না নেয় তার প্রচারের লক্ষ্যে আজ কোকওভেন থানার উদ্যোগে শ্রেয়সী লজে বিশিষ্ট কয়েকজন ব্যক্তি ও স্থানিয় ক্লাবের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। মূলতঃ গণপিটুনি প্রতিরোধ করা ও আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় সেবিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বৈঠক বলে জানান পুলিশ আধিকারিকরা।
কোথাও কাউকে কোন বিষয়ে সন্দেহ হলে অবশ্যই যেন পুলিশকে জানানো হয় বলে আবেদন রাখেন পুলিশ কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(পূর্ব)আরিশ বিলাল,সার্কেল ইন্সপেক্টর নন্দন মন্ডল,কোকওভেন থানার আধিকারিক সন্দীপ দাস,কোকওভেন থানার অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর সমীর হালদার ও অরবিন্দ ভট্টাচার্য সহ ৪ নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, ৪১-নং ওয়ার্ডের পুরপিতা শিপুল সাহা,২৯-নং ওয়ার্ডের পুরপিতা সুনীল চ্যাটার্জি,৩৮-নং ওয়ার্ডের পুরমাতা আলো সাঁতরা প্রমূখ।