অন্ধ্রপ্রদেশে নৌকাডুবিতে ১১ পর্যটকের মৃত্যু

0
795

ডেটলাইন নিউজ ডেস্কঃ নৌকা করে বেড়াতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার কবলে পরল বেশ কিছু পর্যটক। জানা যায়,রবিবার দুপুরে রয়্যাল বশিষ্ঠ নামে একটি নৌকা করে ঘুরতে বেরিয়ে ছিল ৬২ জনের একটি পর্যটক দল। আজ দুপুরের দিকে তারা সবাই রাজামুন্ডির কাছে অবস্থিত অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাপি কোন্ডালুতে বেড়াতে যাচ্ছিলেন। আচমকা দেবীপট্টনমের কাছে উলটে যায় নৌকাটি। ফলে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে। নৌকা ডুবে যাওয়ার পর ১৭ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠে আসেন। পরে আরও কয়েকজনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। নিখোঁজ রয়েছেন ৩৩ জন। জানা গেছে কয়েকদিন ধরে অন্ধ্রপ্রদেশের প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তাতে গোদাবরির জলও অনেকখানি বেড়েছে। এই অবস্থায় কিভাবে এই নৌকাবিহারের অনুমতি মিলল তা নিয়ে প্রশ্ন উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here