ডেটলাইন দুর্গাপুরঃ আরবি ক্যালেন্ডারের প্রথম মাস হল মহরম। মহরম মাসের ১০ তারিখ আশুরার দিনই বর্তমান ইরাকের অন্তর্গত কারবালা প্রান্তরে মুয়াবিয়ার হাতে শহীদ হন হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম। হিজরির সাল অনুসারে ১০ মহরম তথা আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন। তাজিয়া মিছিল সাজানো হয় কারবালার শোকের নানা প্রতিকৃতি দিয়ে। অংশগ্রহণকারীরা বহন করেন কারবালা যুদ্ধের বিভিন্ন নিশান। সারা দেশের সঙ্গে দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহরম। এ দিন দুর্গাপুরের রায় ডাঙ্গা এলাকায় মহরমের এক ভিন্ন চিত্র দেখা গেল।
প্রশাসনের বিধি নিষেধ মেনে নিরাপত্তার স্বার্থে এখানে মহরমে কোন অস্ত্র ব্যাবহার করা হয়নি। পরিবর্তে এখানে নানা দেশাত্মবোধক বিষয় মহরমের অনুষ্ঠানে তুলে ধরা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,কোকওভেন থানার আধিকারিক সন্দীপ দাস,মুচিপাড়া ট্রাফিক ওসি ইলাল হোসেন, এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সমীর হালদার ও এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সঞ্জয় প্রকাশ ওঝা। সর্বত্রই ছিল কড়া পুলিশি নিরাপত্তা। পুলিশ প্রশাসনের সহযোগিতায় এখানে শান্তিপূর্ণ ভাবেই মহরম পালিত হয়।