‘শিক্ষারত্ন’ পাচ্ছেন দুর্গাপুরের কলিমুল হক

0
1297

ডেটলাইন দুর্গাপুরঃ এবার পশ্চিম বর্ধমান জেলা থেকে একজনই পাচ্ছেন রাজ্য সরকারের ‘শিক্ষা রত্ন’ সম্মান। তিনি হলেন দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক।

আগামী ৫ সেপ্টেম্বর কলকাতার নজরুল মঞ্চে শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে শিক্ষকতার শ্রেষ্ঠ সন্মান তাঁর হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৯ সালে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। এরপর সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেছেন। ২০১০ সালের ২৩ মার্চ তিনি দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক পদে যোগ দেন। তারপর থেকেই এই স্কুলের পরিকাঠামো উন্নয়নে তিনি উদ্যোগী হন। স্কুলের পড়াশোনার মান উন্নতির সঙ্গে স্কুলের পরিবেশ উন্নয়নেও জোর দেন তিনি।

স্মার্ট ক্লাশরুম এবং স্কুলে পাখিরালয় নির্মাণ করে তিনি নেপালিপাড়া হিন্দি হাই স্কুলকে এক অন্য উচ্চতায় তুলে এনেছেন। স্বাভাবিকভাবেই তাঁকে শিক্ষারত্ন সম্মানের জন্য সরকারের শিক্ষা বিভাগ নির্বাচিত করায় খুশির হাওয়া এই স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী মহলেও। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্য সরকার শ্রেষ্ঠ শিক্ষকদের সন্মানার্থে ‘শিক্ষারত্ন’ পুরস্কারের সূচনা করেন। প্রতি বছর শিক্ষক দিবসের দিন রাজ্য সরকারের তরফে এই সন্মান প্রদান করা হয়।  গত বছর পশ্চিম বর্ধমান জেলা থেকে এই পুরস্কারের জন্য একমাত্র নির্বাচিত হয়েছিলেন চিত্তরঞ্জনের ৬-এর পল্লি জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা ঝর্না মণ্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here