ডেটলাইন দুর্গাপুরঃ ১৯ আগস্টকে বিশ্ব মানবতা দিবস হিসেবে চিহ্নিত করেছে রাষ্ট্রসংঘ। প্রতি বছরই বিভিন্নভাবে তা পালন করে একাধিক রাষ্ট্র। আমাদের দেশেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ব্যতিক্রম নয় শহর দুর্গাপুরও।
এই দিনটিকে সামনে রেখেই এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানার উদ্যোগে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবিরের। স্থানিয় শ্রেয়সী হলে আয়োজিত এই শিবির ঘিরে যথেষ্ঠ উদ্দীপনা লক্ষ্য করা গেল। কোকওভেন থানার আধিকারিক সন্দীপ দাস প্রথম রক্তদাতা হয়ে শিবিরের শুভ সূচনা করেন। শিবিরে মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
এখানে থানার পুলিশ কর্মীরা, সিভিক ভলান্টিয়ার সহ এলাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাওউপস্থিত থেকে যেমন রক্তদান করেন তেমনই এই কর্মসূচীকে সফল করতে সহযোগিতা করেন।
এই শিবিরের উল্লেখযোগ্য এক রক্তদাতা হলেন দুর্গাপুর স্টেশন সংলগ্ন শিমুলতলার বাসিন্দা প্রতিবন্ধী যুবক সেখ আকবর আলি। নিজে প্রতিবন্ধী হলেও তিনি চান মানুষের পাশে থাকতে। তাই স্বেচ্ছায় তিনি রক্ত দান করতে বিভিন্ন শিবিরে যান। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিনের স্বেচ্ছা রক্তদান শিবির সফল হয়েছে বলে জানান কোকওভেন থানার আধিকারিক সন্দীপ দাস। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে কবি ঘোষ জানান, দুর্গাপুরে আগের থেকে স্বেচ্ছায় রক্তদানের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তিনি পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। কোকওভেন থানার পক্ষ থেকে এদিনের শিবিরের সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব)আরিশ বিলাল,কোকওভেন থানার সাবইন্সপেক্টর সুখেন দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকও বিশিষ্ট অতিথিরা।