ডেটলাইন দুর্গাপুরঃ বাংলার সর্ব শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো প্রায় সমাগত। স্বাভাবিকভাবেই সারা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে শহর দুর্গাপুরেও নামী ও পুরানো ঐতিহ্যের দুর্গাপুজো কমিটি গুলিও তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেছে। এদিন উৎসাহ উদ্দীপনার সঙ্গে খুঁটি পুজো হয়ে গেল দুর্গাপুরের অন্যতম পুরানো ও ঐতিহ্যের সার্বজনীন দুর্গোৎসব ডুমুরতলা ইয়ুথ সেন্টার পরিচালিত দুর্গাপুজোর। এবার এই পুজো ৫২ তম বর্ষে পরল। পুজো কমিটির সম্পাদক গোপাল বাগচী জানালেন, এবার তাদের পুজোর থিম ‘দূর্গা দুর্গতিনাশিনী’। থিম পরিচালনায় আছেন রবীন্দ্রভারতী বিশ্ব বিদ্যালয়ের স্বর্ণ পদকজয়ী শিল্পী সোমনাথ অধিকারী। কন্যাভ্রুন নষ্ট, নারীদের উপর নানা অত্যাচারসহ সমাজের সব ধরনের বেনিয়ম ও মানুষের দুর্গতি যেন দেবী দূর্গা নাশ করেন সেই লক্ষ্যেই এবার এই থিম বাছা হয়েছে।
এদিন সকালে ক্লাবের দুর্গাপুজোর খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল,বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী সহ এলাকার পৌরপিতা সুভাষ মজুমদার ও সিপুল সাহা,মেয়র পারিষদ ধর্মেদ্র যাদব সহ ক্লাব সদস্যরা। উল্লেখ, দুর্গাপুরের পুরাতন দুর্গাপুজোগুলির মধ্যে এক অন্যতম আকর্ষণ হল ডুমুরতলা সার্বজনীন দুর্গাপুজো।