ডেটলাইন দুর্গাপুরঃ কোথাও রোগিদের মধ্যে ফল মিস্টি বিতরন,কোথাও দুস্থ ছাত্রছাত্রীদের বইখাতা ও বস্ত্র বিতরন। আবার কোথাও ফুটবল বা ক্রিকেটের জমাটি আসর। এই ভাবেই দুর্গাপুর শহর জুড়ে পালিত হল দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অনেক জায়গার মতো দুর্গাপুরের বেশ কিছু এলাকায় গতকাল মাঝরাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় একাধিক সংস্থার তরফে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
দুর্গাপুরের অন্যতম সমাজসেবী সংস্থা শুভকামনা ফাউন্ডেশনের পক্ষ থেকেও এদিন ৭৩ তম স্বাধীনতা দিবস ও রাখীবন্ধন উৎসব পালন করা হয়। রায়ডাঙ্গা কালচারাল অর্গানাইজেশন ক্লাবের সহযোগিতায় এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন পেশার মানুষদের হাতে রাখী পড়িয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির উদাহরণ তুলে ধরে শুভকামনার সদস্যরা।