ডেটলাইন দুর্গাপুরঃ বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে জীব জগত কে বাঁচিয়ে রাখে। বর্তমান জটিল পরিস্থিতিতে মানুষ এবং এই সুন্দর পৃথিবীর জন্য যেসব কল্যাণমূলক কাজ রয়েছে সেগুলোর মধ্যে নিঃসন্দেহে একটা হল বৃক্ষরোপণ। বন জঙ্গল কেটে যত বেশি বসতি বা কারখানা তৈরি হচ্ছে ততই ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশের। গাছ যত কমছে সমস্যা ততই বাড়ছে। সেটা দুষিত বায়ুর সমস্যা হোক কিংবা মেঘ-বৃষ্টি না হওয়ার সমস্যা। আর সেকারনেই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। সরকার এবং সমাজসেবামুলক সংগঠন গুলো এব্যাপারে খুবই সচেতন। সরকারীভাবে বারবার বৃক্ষরোপণ প্রকল্প নেওয়া হয়। গাছ লাগাতে মানুষকে অনুপ্রাণিত করতে প্রচারও চালানো হয়। মোট কথা গাছ লাগানো বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেদিকে লক্ষ্য রেখেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ এবং বন মহোৎসবকে সামনে রেখে ধারাবাহিকভাবেই বিভিন্ন থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বর্তমানে জটিল অবস্থা থেকে রেহায় পেতে আরণ্য সপ্তাহ ও বন মহৎসবকে সামনে রেখে কোক ওভেন থানা ও দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
এই দিন স্কুলে চারা গাছ লাগানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। এছাড়াও প্রায় ২০০ জন ছাত্রছাত্রীদের সাহস ও উৎসাহ দিতে পুলিশের পক্ষ থেকে স্কুলের ব্যাগ ও স্কুল সামগ্রী তুলে দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রাকাশ সিং, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব)আরীশ বিলাল,ট্রাফিকের এসিপি শাশ্বতী সামন্ত,কোকওভেন থানার আধিকারিক সন্দীপ দাস,মুচিপাড়া ট্রাফিক ওসি ইলাল হোসেন। কোকওভেন থানার সাবইন্সপেক্টর নির্মল সারকার সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট অতিথিরা। এইখানে উপস্থিত থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানান শুধু গাছ লাগালে হবে না সেই গাছকে পরিচর্যা করার দায়িত্ব আমাদের সকলের,বর্তমান জটিল পরিস্থিতিকে সামাল দিতে আমাদের অনেক গাছ লাগাতে হবে। এছাড়া স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে,তিনি বলেন বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের পাশাপাশি স্কুলের বিভিন্ন সমস্যায় পুলিশকে তারা পাশে পেয়ে থাকেন।