জল সঙ্কট কাটাতে চেন্নাইয়ে পৌঁছল জলবোঝাই বিশেষ ট্রেন

0
790

চলতি বছরে প্রায় ২০০ দিন ছিটেফোঁটা বৃষ্টির মুখ না দেখায় চেন্নাই জুড়ে দেখা যাচ্ছে জলের হাহাকারের চিত্র। শুকিয়ে গিয়েছে নদী, জলাশয়, জলাভূমি। বৃষ্টিপাত না হওয়ায় জল-সমস্যা বেড়েই চলেছে। জলের ঘাটতি মেটাতে তামিলনাড়ু সরকার ৬৫ কোটি টাকা খরচ করে ভেলোর থেকে  চেন্নাইয়ে ১ কোটি লিটার পানীয় জল পৌঁছে দেবার ব্যবস্থা করেছে। শুক্রবার ৫০টি ওয়াগন নিয়ে একটি ট্রেন ২০ লক্ষ ৫০ হাজার মিলিয়ন জল নিয়ে চেন্নাই পৌঁছল। প্রত্যেক ট্রেনের সফরের জন্য খরচ পড়বে ৮.৫ লাখ টাকা। চেন্নাইয়ের এই প্রকল্প উদ্বোধনের পর প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এই জল। তামিলনাড়ু সরকারের এই উদ্যোগে খুশি চেন্নাই বাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here