লোকসভা নির্বাচনের ধাক্কায় পুরসভাগুলিতে ভোটে নারাজ তৃণমূল

0
815

ডেটলাইন কলকাতাঃ মেযাদ শেষ হয়েছে একাধিক পুরসভার। কয়েকটির মেয়াদ শেষ হচ্ছে শিঘ্রই। কিন্ত কোনভাবেই সেগুলিতে এখনই ভোট করতে চাইছে না তৃণমূল সরকার। কারন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যে যেভাবে গেরুয়া ঝড় দেখা গেছে তাতে এই মূহুর্তে পুরভোট হলে ফল যে ভালো হবে না তা সহজেই বুঝতে পারছেন তৃণমূল নেতৃত্ব। ভোটের তালিকায় হাওড়া, চন্দননগর, বহরমপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ডায়মন্ডহারবার, পানিহাটি, হাবড়া, চাকদহ, কৃষ্ণনগর, বর্ধমান, বালুরঘাট, আলিপুরদুয়ার-এর মতো গুরুত্বপূর্ণপুরসভা রয়েছে। এর মধ্যে ১১টি পুরসভার মেয়াদ শেষহয় অক্টোবর মাসে। আর বাকি ছ’টি পুরসভার মেয়াদশেষ হয় ডিসেম্বরে। দলীয় কোন্দলের জন্য চন্দননগরেরপুরবোর্ড ভেঙে দেওয়া হয়। কবে ভোট হবে, তা জানতেচেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলেন প্রাক্তন রাজ্যনির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং। কিন্তু সরকারেরপক্ষ থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছিল, এখন ভোটকরা সম্ভব নয়। বর্তমানে মেয়াদ শেষ হওয়া পুরসভাগুলিতে প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে।তাই আপাতত ভোট না করার সিদ্ধান্তেই রয়েছে সরকার।আগামী বছর কলকাতা, বিধাননগর পুরনিগম সহ ৮২টিপুরসভার ভোট রয়েছে। এদের সঙ্গেই বাকিপুরসভাগুলিরও ভোট করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here