ডেটলাইন ওয়েব ডেস্কঃ নরেন্দ্র মোদির দ্বিতীয় মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন বাংলার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। দীর্ঘদিন ধরেই তিনি এরাজ্যে বিজেপির একজন পরিচিত নেত্রী হিসেবে কাজ করে এসেছেন। কলেজজীবন থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত দেবশ্রী এখন দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। অতীতে বালুরঘাট বিধানসভা ও দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকেও প্রার্থী হয়েছেন কিন্তু জেতেননি। তবে কখনই লড়াই থেকে সরে আসেননি। বলা যায় হাল ছাড়েননি। অবশেষে এবার রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রথমবার তিনি জয়ের মুখ দেখলেন। তাও এই কেন্দ্রে বিদায়ী সংসদ সদস্য সিপিএমের মহম্মদ সেলিম,অন্যদিকে কংগ্রেসের দীপা দাশমুন্সি এবং তৃণমূল কংগ্রেসের কানাইয়ালালআগরওয়ালকে পরাজিত করে। দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলেও তাঁর বাড়ি বালুরঘাটে। রায়গঞ্জ থেকে আগে প্রিয়রঞ্জন দাসমুন্সি ও পরে দীপা দাসমুন্সিও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। বলা যায় দেবশ্রীও সেই ঐতিহ্য বজায় রাখতে পারলেন বলে খুশি রায়গঞ্জের মানুষ। এবার পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে ১৮টি আসন। সেই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট বিজেপি নেতা। ফলে তাদের কয়েকজনকে এবার মোদীর মন্ত্রিসভায় দেখা যাবে বলে অনেকে মনে করেছিলেন। প্রথম মোদী সরকারে বাংলা থেকে বিজেপির দু’জন সাংসদ ছিলেন। একজন আসানসোলের বাবুল সুপ্রিয়। আর দ্বিতীয়জন দার্জিলিংয়ের এসএস আলুওয়ালিয়া। দু’জনেই মন্ত্রী হয়েছিলেন প্রথম মোদী সরকারে। গতবার দুই জনের মধ্যে দুজন মন্ত্রী। এবার ১৮-এ ২ কম মনে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তবে আগামী দিনে মন্ত্রীর সংখ্যা বাড়তে পারে বলে আশাবাদী দিলীপ। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী দুজনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। বাবুল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রীঅন্যদিকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন দেবশ্রী চৌধুরী।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...