ডেটলাইন ওয়েব ডেস্কঃ আবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এবার প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায়। রবিবার সকাল ৯টা নাগাদ কলম্বোর তিনটি গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন আচমকাই বিস্ফোরণ হয়। প্রায় একইসঙ্গে কলম্বোর তিনটি বিলাসবহুল হোটেলেও বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ঘটনায় প্রায় ১৫৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিকও রয়েছেন। জখমের সংখ্যাও দুই শতাধিক। তাদের কলম্বো ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। শ্রীলঙ্কায় থাকা ভারতীয়দের সাহায্যার্থে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বরগুলি হল- ৯৪৭৭৭৯০৩০৮২, ৯৪১১২৪২২৭৮৮ এবং ৯৪১১২৪২২৭৮৯। উদ্ধারকাজে নামানো হয় সেনা। বিস্ফোরণস্থলগুলি ঘিরে রেখেছে পুলিশ। দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।