ডেটলাইন দুর্গাপুরঃ এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রধান দাবিই হল মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে বসানো। তাই নির্বাচনী প্রচারে অন্যান্য ইস্যুগুলির সঙ্গেই এই দাবিকেও তুলে ধরছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। এই দাবিকে আরও জোরালো করতে আজ এক অভিনব পদযাত্রা দেখা গেল দুর্গাপুরে। বাংলা তথা দেশের ১১ জন প্রাক্তন ফুটবলার আজ হেলিকপ্টারে দুর্গাপুরে আসেন। সিটি সেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনে তারা নামেন। এরপর বিকেলের দিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে ভিড়িঙ্গি থেকে প্রান্তিকা পর্যন্ত এক পদযাত্রায় তারা অংশ নেন। এখানে মূল স্লোগানই ছিল,”দিদি তুমি দিল্লি চলো,আমরা তোমার সাথে আছি”। উল্লেখ্য বিশিষ্ট ফুটবলারদের নিয়ে এসে এদিনের এই পদযাত্রার আয়োজন করেছিল দুর্গাপুর ক্লাব সমন্বয় কমিটি। ফুটবলারদের মধ্যে ছিলেন গৌতম সরকার,সমরেশ চৌধুরী,মানস ভট্টাচার্য,প্রশান্ত ব্যানার্জী,কৃষ্ণেন্দু রায়,বিদেশ বোস,দিবেন্দু বিশ্বাস,রহিম নবি,অলোক দাস,অমিত দাস ও অ্যালভিটো ডিকুনো।