বিশ্বকাপে অনুষ্কাকে ইচ্ছামতো কাছে পাবে না বিরাট

0
975

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতের খেলার সময় গ্যালারিতে অনুষ্কা শর্মাদের আর বেশী দেখা যাবে না। কারন বিশ্বকাপ সফরে স্ত্রী ও বান্ধবীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ জারি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অধিনায়ক বিরাট কোহলি অনেক আগেই স্ত্রী বা গার্লফ্রেন্ডকে টুর্নামেন্টের সফরসঙ্গী করা  নিয়ে আবেদন জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিশ্বকাপ চলাকালীন ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ডকে ক্রিকেটারের সঙ্গে থাকার অনুমতি দিতে হবে। প্রাথমিকভাবে সে প্রস্তাবে সম্মতিও দিয়েছিল বোর্ড। কিন্তু বিশ্বকাপের  ঠিক আগে সেই নিয়মে কিছু বদল আনল বিসিসিআই। ভারত অধিনায়কও সেই নিয়ম মেনে নিয়েছেন। বিশ্বকাপের শুরুতেই যাতে কোনওভাবে ক্রিকেটারদের ফোকাস নষ্ট না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত বলে বিসিসিআই সূত্রে জানা গেছে। বিসিসিআইয়ের তরফে আরও জানানো হয়েছে, প্রায় দেড় মাস ধরে চলা বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ দিন স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে থাকার সুযোগ পাবেন ক্রিকেটাররা। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছে বোর্ড। ভারতীয় দল যেদিন ইংল্যান্ড উড়ে যাবে, তারপর থেকে প্রথম ২০ দিন ক্রিকেটারের সফরসঙ্গী হতে পারবে না পরিবার। ২০ দিন পরই তারা তাদের কাছের মানুষকে কাছে পাওয়ার সুযোগ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here