ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতের খেলার সময় গ্যালারিতে অনুষ্কা শর্মাদের আর বেশী দেখা যাবে না। কারন বিশ্বকাপ সফরে স্ত্রী ও বান্ধবীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ জারি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অধিনায়ক বিরাট কোহলি অনেক আগেই স্ত্রী বা গার্লফ্রেন্ডকে টুর্নামেন্টের সফরসঙ্গী করা নিয়ে আবেদন জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিশ্বকাপ চলাকালীন ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ডকে ক্রিকেটারের সঙ্গে থাকার অনুমতি দিতে হবে। প্রাথমিকভাবে সে প্রস্তাবে সম্মতিও দিয়েছিল বোর্ড। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে সেই নিয়মে কিছু বদল আনল বিসিসিআই। ভারত অধিনায়কও সেই নিয়ম মেনে নিয়েছেন। বিশ্বকাপের শুরুতেই যাতে কোনওভাবে ক্রিকেটারদের ফোকাস নষ্ট না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত বলে বিসিসিআই সূত্রে জানা গেছে। বিসিসিআইয়ের তরফে আরও জানানো হয়েছে, প্রায় দেড় মাস ধরে চলা বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ দিন স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে থাকার সুযোগ পাবেন ক্রিকেটাররা। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছে বোর্ড। ভারতীয় দল যেদিন ইংল্যান্ড উড়ে যাবে, তারপর থেকে প্রথম ২০ দিন ক্রিকেটারের সফরসঙ্গী হতে পারবে না পরিবার। ২০ দিন পরই তারা তাদের কাছের মানুষকে কাছে পাওয়ার সুযোগ পাবে।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...