বাড়ছে বাহিনী,আজ দ্বিতীয় দফায় আরও কড়া কমিশন

0
963

ডেটলাইন ওয়েব ডেস্কঃ রাজ্যে প্রথম দফার ভোটে স্পর্শকাতর আসন ছিল মাত্র ৩০ শতাংশ। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট মোটের উপর শান্তিপূর্ণ।  তবে আজ দ্বিতীয় পর্বের নির্বাচনে কোন ঝুঁকি নিতে চাইছে না কমিশন। তাই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কমিশনের পক্ষ থেকে ভোট নিরাপত্তায় কোনও রকম ফাঁক বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, আজ দ্বিতীয় দফার ভোটে  দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ আসনের নিরাপত্তায় আরও ৬০ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। সব মিলিয়ে ১৯৪ কোম্পানি বাহিনী ব্যবহার করা হবে দ্বিতীয় দফার নিরাপত্তায়। যার মধ্যে রয়েছে আধাসেনা ও ভিন রাজ্যের পুলিশ।  এই তিন আসনের ভোটে নিরাপত্তার বিষয়টিকে রীতিমতো চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে কমিশন। কারণ দ্বিতীয় দফায় শুধুমাত্র দার্জিলিং আসনেই রয়েছে ৮০ শতাংশ অতিস্পর্শকাতর বুথ। মূলত পাহাড়ের তিন বিধানসভা দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ে মোট ৮৭৪টি বুথের মধ্যে ৬৭৪টি বুথকে উত্তেজনাপ্রবণ হিসাবে চিহ্নিত করেছে কমিশন। সেকারণে এবার দার্জিলিং পাহাড়ের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শুধু পাহাড়ের নিরাপত্তায় মোট ৫৫ কোম্পানি আধাসেনা ব্যবহার করা হবে বলে খবর। দার্জিলিং আসনের সমতলের বুথগুলির মধ্যে অন্তত ৪০ শতাংশ স্পর্শকাতর। এছাড়াও রায়গঞ্জ ও জলপাইগুড়িতে ৪০ শতাংশ আসন স্পর্শকাতর। আগের দিন থেকেই এই তিন কেন্দ্রের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here