আবারও কালবৈশাখীর কবলে বাংলা

0
1176

ডেটলাইন কলকাতাঃ শনিবারের পর আবারও আজ কালবৈশাখীর কবলে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী  আজ সন্ধ্যের পরই কালবৈশাখী ঝড় আছড়ে পড়বে কলকাতাসহ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে। জানা গেছে,ছোটনাগপুরের মালভূমির উপরে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। যার জেরে সোমবার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে।  কালবৈশাখীর কবলে পড়তে চলেছে পশ্চিম বর্ধমানের আসানসোল,দুর্গাপুর ও বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর। রাতের দিকে ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলেও হাওয়া অফিসের সতর্কতা রয়েছে। আরও জানা গেছে এবারেরটি নিয়ে এই মরশুমে ইতিমধ্যে ৮টি কালবৈশাখী হানা দিল বঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here