রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দিতে চলেছে কংগ্রেস

0
908

ডেটলাইন কলকাতাঃ রাজ্যের ৪২টি আসনেই তারা প্রার্থী দেবে এমনই বার্তা এআইসিসি-র কাছে পাঠিয়েছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের নির্বাচনী বৈঠকের পর এক প্রেস বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এখবর জানিয়েছেন। বিবৃতিতে তিনি জানান, তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট এক করার লক্ষ্যে বামেদের সঙ্গে আসন সমঝোতার যে আলোচনা চলছিল, তাতে অসন্তোষ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেসের ‌অধিকাংশ সদস্য। তাই এই প্রস্তাব হাইকমান্ডের কাছে পাঠানো হচ্ছে। হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট নিয়ে আলোচনার পর আলোচনা চালিয়েও সমাধানসূত্র মেলেনি। কংগ্রেসের অতিরিক্ত আবদার মানতে নারাজ বামেরা। প্রথমে রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনটি নিয়ে জেদ ধরেছিল প্রদেশ কংগ্রেস। পরে আবার বসিরহাট ও পুরুলিয়া নিয়ে শুরু হয় বিবাদ। শেষপর্যন্ত একা লড়াইয়ের সিদ্ধান্ত নেন সোমেন মিত্ররা।  কংগ্রেস–সি পি এমের জোট ভেস্তে যাওয়ায় দু’‌দলের জোটপন্থীরা ধাক্কা খেলেন। প্রদেশ কংগ্রেস অভিযোগ করেছে, আলোচনার মধ্যেই সিপিএম প্রার্থিতালিকা ঘোষণা করে দিয়েছে। দলের নেতারা এতে অসম্মানিত ও অপমানিত। দলের প্রার্থিতালিকা নিয়ে আজই প্রদেশ কংগ্রেস সভপতি সোমেন মিত্র দিল্লি যাচ্ছেন। রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করবেন। সঙ্গে যাবেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। অন্যদিকে প্রথম দফায় ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। জোট না হলে বাকি আসনগুলিতে কাদের প্রার্থী করা হবে তা নিয়ে বৈঠকে বসছেন বাম নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here