ডেটলাইন দুর্গাপুরঃ মহা শিবরাত্রী উপলক্ষ্যে এবার দুর্গাপুর পুরসভার ৪৩ নং ওয়ার্ডে সারাদিনব্যাপী বেশকিছু সামাজিক কর্মসূচী পালন করা হল। এর উদ্যোক্তা ছিলেন স্থানীয় কাউন্সিলার তথা ৪ নং বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী।
রবীন্দ্রপল্লী সি ব্লক শিবকালী মন্দিরের সহযোগিতায় এই মহতি অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে নানা সরঞ্জাম বিতরন করা হয়।
এক গরীব মাছ ব্যবসায়ীকে মাছ রাখার বাক্সসহ একটি সাইকেল প্রদান করা হয়। ৫০টি ট্রাই সাইকেল,হুইলচেয়ার,স্ক্র্যাচ,২০টি শ্রবণ যন্ত্র দান করা হয়। এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ৩২০টি মশারি প্রদান করা হয়। এদিন প্রাচীন এই মন্দিরে প্রায় ২ হাজার মানুষকে ভোগ বিতরন করা হয়।
শিবরাত্রী উপলক্ষ্যে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাগরিক দিলীপ অগস্তী,ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী,বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল,৪ নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জীসহ অন্যান্য অতিথিরা।