এবার আকাশপথে মুম্বই ও চেন্নাইয়ের সঙ্গে জুড়ছে দুর্গাপুর

0
937

ডেটলাইন আসানসোলঃ দীর্ঘদিনের দাবি ছিল যে অন্ডাল থেকে দক্ষিণের চেন্নাই ও দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই পর্যন্ত বিমান পরিষেবা বর্ধিত করা হোক। অবশেষে এবার তা বাস্তবায়িত হতে চলেছছে। আজ এখানে এক সাংবাদিক সম্মেলনে সেকথাই জানালেন সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানান, দিল্লি ও হায়দরাবাদের পর এবার দুর্গাপুরের অন্ডাল এয়ারপোর্ট থেকে মুম্বই ও চেন্নাই উড়ান খুব শীঘ্রই চালু হতে চলেছে।

‘উড়ান তিন’ প্রকল্পে দেশের দ্বাদশ গন্তব্য হিসেবে দুর্গাপুরকে যোগ করল স্পাইসজেট উড়ান। এই প্রকল্পে দুর্গাপুর- মুম্বই-দুর্গাপুর এবং দুর্গাপুর-চেন্নাই- দুর্গাপুর ক্ষেত্রদুটির বিমান পরিষেবার দায়িত্ব পেয়েছে একমাত্র তারাই। এই দুটি রুটে বোয়িং ৭৩৭ চালাবে তারা। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার আধিকারিক দেবাশিস সাহাসহ অন্যান্য আধিকারিকরা। চলতি বছরের গ্রীষ্মকালীন মরশুমেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here