ডেটলাইন দিল্লিঃ কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করল দেশের সব রাজনৈতিক দল। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে রাজনৈতিক দলগুলি এই পরিস্থিতিতে দেশের পাশে থাকার শপথ জানায়। জঙ্গি হামলার যোগ্য জবাব দেওয়ার শপথও নেওয়া হয়। বৈঠকে পাকিস্তানের নাম নেওয়া না হলেও উল্লেখ করা হয় যে, প্রতিবেশী দেশের সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতেই ভারতে বারবার সন্ত্রাসবাদী হামলা হচ্ছে। ভারতের পক্ষ থেকেও বারবার শক্ত হাতে এই ধরনের আক্রমণের মোকাবিলা করা হয়েছে। আগেও যখন এই ধরনের ঘটনা ঘটেছে, তখন পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে প্রতি আক্রমণের পক্ষে সওয়াল করেছে। আজও সবাই আত্মবলিদান দেওয়া জওয়ানদের পাশে দাঁড়িয়ে, সন্ত্রাসবাদের মোকাবিলার মাধ্যমে দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষা করতে চাইছে। দেশের নিরাপত্তা আর একতার খাতিরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সারা দেশ একজোট হয়ে লড়বে।
এই মর্মে প্রস্তাব পাশ হল শনিবার সংসদে হওয়া সর্বদল বৈঠকে। প্রস্তাবে বলা হয়েছে, ‘১৪ ফেব্রুয়ারী জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় ঘৃণ্যতম জঙ্গিহামলা, যাতে ৪০ জন সিআরপিএফ জওয়ান মারা গিয়েছেন, তার আমরা কড়া ভাষায় নিন্দা করছি’। সর্বদল বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কংগ্রেস মুখপাত্র গুলাম নবি আজাদ বললেন, ‘কাশ্মীর হোক বা দেশের যে কোনও স্থান, দেশের একতা, নিরাপত্তা এবং নিরাপত্তা বাহিনীর সুরক্ষার প্রশ্নে আমরা সব সময় সরকারের পাশে থাকব। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস সরকারকে পূর্ণ সমর্থন করবে’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং–এর নেতৃত্বে হওয়া ওই বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের সুদীপ ব্যানার্জি, ডেরেক ও’ব্রায়েন। এছাড়া শরদ পাওয়ার, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, ফারুক আবদুল্লা, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।