দুর্গাপুরের বিভিন্ন এলাকায় কেরোসিনের কালোবাজারীর অভিযোগ

0
2392

ডেটলাইন দুর্গাপুরঃ কেরোসিন তেল নিয়ে শহর দুর্গাপুর জুড়ে চলছে কালোবাজারি। সেই ঘটনারই প্রমান মিলল গত ২৬ এপ্রিল। ঐদিন দুর্গাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে দুর্গাপুর থানার অন্তর্গত রঘুনাথপুর ও শিল্পাঞ্চলের আকবর রোড এলাকা থেকে প্রচুর পরিমানে মজুত অবৈধ কেরোসিন বাজেয়াপ্ত করে। কেরোসিন কালোবাজারির সাথে যুক্ত থাকার অভিযোগে অনিল মণ্ডল নামক এক ব্যাক্তিকে পুলিশ আটক করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়। প্রায় ৪৫০ লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করা হয়। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে স্থানীয় নেতাদের মদতে অভিযুক্ত এই কালোবাজারি চলছে বলে অভিযোগ। আটক ব্যাক্তিকে জিজ্ঞ্রাসাবাদ এই কালোবাজারির সাথে যুক্ত আরও অনেক জনের নাম পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে আগামী দিনেও  এই অভিযান চলবে। যেখানে সাধারন মানুষের জন্য সরকার কম মুল্যে রেশনে কেরোসিন সরবরাহ করার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সেখানে এক শ্রেণীর দুষ্টলোকের জন্য সরকারের দেওয়া কেরোসিন থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। সরকারের দেওয়া কম দামে রেশনের চাল গম কেরোসিন অবৈধ ভাবে মজুত করে একটি চক্র সক্রিয় রয়েছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here