ডেটলাইন দিল্লিঃ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতায় যাবে না কংগ্রেস। আজ দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সংবাদমাধ্যমকে একথা জানান। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ দিল্লিতে সব রাজ্যের প্রদেশ সভাপতি ও বিরোধী দলনেতাকে তলব করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কোন রাজ্যের নেতারা জোট চাইছেন আর কোন রাজ্যে দল একলা লড়তে চাইছে, এই সব নিয়ে তিনি আলোচনা করেন।পশ্চিমবঙ্গ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান বৈঠকে ছিলেন। বৈঠক শেষে সোমেনবাবু সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গে কংগ্রেসের কোনও নেতা ও কর্মী তৃণমূলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে চান না। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, আমরা আমাদের দাবির কথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে জানিয়েছি। তাঁকে বলেছি, কী ভাবে এরাজ্যে কংগ্রেসের সর্বনাশ করছে তৃণমূল। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস – তৃণমূল জোট হলে যে দলের আরও ক্ষতি হবে তাও বুঝিয়ে বলেছি তাঁকে। সব শুনে রাহুল গান্ধী জানিয়েছেন, লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কোনও জোট নয়। তবে বামেদের সঙ্গে রাজনৈতিক জোট হবে কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সোমেনবাবু।
Latest article
মুচিপাড়া ট্রাফিক গার্ডের পথ নিরাপত্তা কর্মসূচি দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং গাড়ি চালক ও পথচারীদের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ...
সচেতনতার বার্তায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন কোক ওভেন থানার
দুর্গাপুরঃ এক পদযাত্রার মাধ্যমে সচেতনতার বার্তা দিয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। প্রতি বছর...
৯ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের সমর্থনে সিটু ও ইনটাকের বিক্ষোভ দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুর,২৩ জুনঃ কেন্দ্রীয় সরকারের শিল্প ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ সহ শ্রমিকদের স্বার্থে মোট ১৭ দফা দাবিতে আগামী ৯ জুলাই দেশ...