ডেটলাইন দিল্লিঃ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতায় যাবে না কংগ্রেস। আজ দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সংবাদমাধ্যমকে একথা জানান। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ দিল্লিতে সব রাজ্যের প্রদেশ সভাপতি ও বিরোধী দলনেতাকে তলব করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কোন রাজ্যের নেতারা জোট চাইছেন আর কোন রাজ্যে দল একলা লড়তে চাইছে, এই সব নিয়ে তিনি আলোচনা করেন।পশ্চিমবঙ্গ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান বৈঠকে ছিলেন। বৈঠক শেষে সোমেনবাবু সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গে কংগ্রেসের কোনও নেতা ও কর্মী তৃণমূলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে চান না। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, আমরা আমাদের দাবির কথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে জানিয়েছি। তাঁকে বলেছি, কী ভাবে এরাজ্যে কংগ্রেসের সর্বনাশ করছে তৃণমূল। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস – তৃণমূল জোট হলে যে দলের আরও ক্ষতি হবে তাও বুঝিয়ে বলেছি তাঁকে। সব শুনে রাহুল গান্ধী জানিয়েছেন, লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কোনও জোট নয়। তবে বামেদের সঙ্গে রাজনৈতিক জোট হবে কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সোমেনবাবু।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...