ডেটলাইন ওয়েব ডেস্কঃ সম্প্রতি দেশের তিনটি বৃহৎ ব্যাংক – দেনা ব্যাঙ্ক, বিজয় ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা সংযুক্তিকরণের পথে হেঁটেছে। এই নীতির প্রতিবাদে গত ২৬ ডিসেম্বর ১ দিনের ধর্মঘট পালন করেছে দেশের ৯টি ব্যাঙ্ক সংগঠন। তাতে অংশ নিয়েছিল বিভিন্ন ব্যাঙ্কের প্রায় ১০ লক্ষ কর্মচারী। সরকারী ব্যাঙ্কের সঙ্গেই বেসরকারি ব্যাঙ্কের কর্মীরাও সামিল হয়েছিলেন সেই ধর্মঘটে। এছাড়াও গত বছরই ডিসেম্বরের শেষ দিকে নানা কারণে টানা প্রায় ৫ দিন ধরে বন্ধ ছিল ব্যাঙ্ক পরিষেবা। তাতে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। আবারও নতুন বছরের শুরুতেই পর পর দুদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। কারন,কেন্দ্রীয় সরকারের নানা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং কর্মসংস্থান সহ ১২ দফা দাবিতে আগামী ৮ ও ৯ জানুয়ারি টানা ৪৮ ঘণ্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে একযোগে কেন্দ্রের ১০টি ট্রেড ইউনিয়ন। এর আওতায় থাকছে রেল, সড়ক, বিদ্যুৎ পরিষেবা। ব্যাঙ্কের দুটি সংগঠনও সেই ধর্মঘটকে সমর্থন করায় আরও একবার ব্যাঙ্ক পরিষেবা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন সাধারন মানুষ।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...