ডেটলাইন ওয়েব ডেস্কঃ সদ্য প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে পাওয়া তথ্য থেকে জানা গেছে বিগত ২০১৮ সালে এদেশে বিভিন্ন ক্ষেত্রে ১ কোটির বেশী মানুষ তাদের কাজ হারিয়েছেন। রিপোর্ট বলছে, দেশে ২০১৮ সালের ডিসেম্বরে মোট কর্মরত শ্রমিক কর্মচারী সংখ্যা হয়েছে ৩৯ কোটি ৭০ লক্ষ। ২০১৭-র ডিসেম্বরে যা ছিল ৪০ কোটি ৭৯ লক্ষ। এই হিসেব অনুযায়ী গত এক বছরে কাজ হারিয়েছেন ১ কোটি ৯ লক্ষ শ্রমিক। আরও জানা গেছে, যত জন কাজ হারিয়েছেন তার মধ্যে গ্রামীণ এলাকায় কাজ হারানো শ্রমিকের সংখ্যা বেশি। গ্রামে এই কাজ হারানোর সংখ্যা হবে ৯১ লক্ষ। শহরে এই কাজ হারানোর সংখ্যা হবে ১৮ লক্ষ। গ্রামীণ এলাকায় কাজ হারানোর হার হবে মোট কাজ হারানোর ৮৪%। কৃষি শ্রমিকদের ক্ষেত্রে এই কাজ হারানোর সংখ্যা বেশি। এর বাইরে বেশি কাজ হারিয়েছেন ছোট দোকান বাজারে কর্মরত শ্রমিক কর্মচারীরা। বিশেষ করে নোট বাতিলের সময় এসব ক্ষেত্রে বহু মানুষ কাজ হারান। তাঁদের আর নতুন করে কাজ মেলেনি। রিপোর্ট জানাচ্ছে, যাঁরা কাজ হারিয়েছেন তাঁদের হয় ৪০ বছরের নিচে নয়তো ৬০ বছরের উপরে বয়স। এদিকে কর্মহারা কৃষি শ্রমিকের বেশির ভাগ হলেন মহিলা। মোট কাজ হারানোর মধ্যে কাজ হারানো মহিলা শ্রমিকের সংখ্যা হবে ৮৮ লক্ষ। পুরুষ শ্রমিকের সংখ্যা হবে ২১লক্ষ। গ্রামে ৬৫ লক্ষ মহিলা এই সময়ে কাজ হারিয়েছেন। শহরে মহিলা কাজ হারানো শ্রমিকের সংখ্যা হবে ২৩ লক্ষ। এদিকে মোট কাজ হারানোদের মধ্যে ৩৭ লক্ষ হলেন যারা নিয়মিত বেতনভূক চাকরিজীবী। এই সব তথ্য পাওয়া গেছে ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি’ তথা সিএমআইই নামে একটি সমীক্ষা সংস্থার প্রকাশিত এক রিপোর্টে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...