ডেটলাইন ওয়েব ডেস্কঃ এবার আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘পাবুক’। এর নামকরণ করেছে লাওস। দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে ধেয়ে আসছে আন্দামান উপকূলের দিকে। দিল্লি হওয়া অফিস থেকে জানিয়েছে আগামী ৫ থেকে ৭ জানুয়ারী পাবুকের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছড়ে পড়বে আন্দামান উপকূলে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া ও উত্তাল থাকবে সমুদ্র। ইতিমধ্যেই সমুদ্রে মৎসজীবি ও পর্যটকদের যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রভাব পড়তে পারে স্বরাজ দ্বীপ (হ্যাভলক) ও শহীদ দ্বীপ (নীল) এলাকায়। আন্দামানে আসা সমস্ত পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগেই ঘূর্ণিঝড় ‘পেটি’ তোলপাড় করেছিল অন্ধ্র, ওড়িশাকে। তার প্রভাব এসে পড়েছিল দক্ষিণবঙ্গেও। বর্তমানে পাবুক পোর্ট ব্লেয়ার থেকে ১৫০০ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত রয়েছে। ক্রমশ তা আন্দামান ও নিকোবর এবং ওড়িশার দিকে এগিয়ে আসছে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় সতর্ক করা হয়েছে উড়িষ্যার ৭টি জেলাকে। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। আবহাওয়া দফতরের খবর, পশ্চিমবঙ্গে পাবুকের সরাসরি কোন প্রভাব না পরলেও এর জেরে পশ্চিমবঙ্গে শীত খানকটা কমবে। বাড়বে রাতের তাপমাত্রা।